When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

ও মালিক সারাজীবন কাঁদালে যখন

ও মালিক সারাজীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও
তবু কাঁদতে পারবো পরের দুঃখে অনেক ভাল তাও
মানুষ যেন কোর না আমায় মেঘ করে দাও।।

ফসল হারা শুকনো মাটির বৈশাখেতে তৃষ্ণা পেলে
সাগর থেকে জল এনে যে বৃষ্টি ধারায় দেব ঢেলে
আর রামধনুকে বলবো আমায় রাঙিয়ে দিয়ে যাও।।

আকাশটা যে হবে কাগজ তাতে বিজলী আখর দিয়ে
আরেকটা নয় মেঘদূত হোক লেখা আমায় নিয়ে,
আমি মজনুর চোখে হবো না মেঘ এই কি তুমি চাও?

ধরনঃ আধুনিক
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরকারঃ সুপর্ণকান্তি ঘোষ
গেয়েছেনঃ ভূপেন হাজারিকা

SONG O malik sara jibon by Bhupen Hazarika
O Malik Sara Jibon Kandale lyrics
ARTIST
Bhupen Hazarika
ALBUM
Eso Mukto Karo (Ganasangeet)

o malik sara jibon kadale lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply