Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

পথ চলিতে যদি চকিতে, কভু দেখা হয়

নজরুল সংগীত
🎤 ফিরোজা বেগম

পথ চলিতে যদি চকিতে,
কভু দেখা হয়
পরাণ প্রিয় ও ও ও
চাহিতে যেমন আগেরও দিনে
তেমনি মোরে চোখে চাহিও ও ও
পথ চলিতে…
যদি গো সেদিন চোখে আসে জল
লুকাতে সে জল করিও না ছল
যে প্রিয় নামে ডাকিতে মোরে
সে নাম ধরে বারেক ডাকিও ও ও
পথ চলিতে…
তোমার প্রিয় যদি পাশে রয়
মোর ও প্রিয় সে করিও না ভয়
কহিব তারে আমার প্রিয়ারে
আমারো অধিক ভালবাসিও ও ও
পথ চলিতে…
বিরহ বিধুর মোরে হেরিয়া
ব্যথা যদি পাও যাব সরিয়া
রব না হয়ে পথের ও কাঁটা
মাগিব এ বর মোরে ভুলিও ও ও
পথ চলিতে যদি চকিতে, কভু দেখা হয়
পরাণ প্রিয় ও ও ও
পথ চলিতে…
Music
SONG
Patha Cholite Jodi (feroza)
ARTIST
Feroza Begum
ALBUM
Bhiru E Moner Koli.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply