To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment.

— Ralph Waldo Emerson

কিছু তো চাহিনি আমি শুধু চেয়ে চেয়ে থাকি

গীতিকার:সলিল চৌধুরী
সুরকার: সলিল চৌধুরী
শিল্পী : লতা মঙ্গেশকর
🌹কিছু তো চাহিনি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বলো
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাবো
বাকি দিনযামী
কিছু তো চাহিনি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বলো
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাবো
বাকি দিনযামী
কিছু তো চাহিনি আমি
এই মন কি যে চাহে
সে তো নিজেও জানে না
তবু কিছুতে সে মানে না
তারায় তারায় দেখে শুধু
সে যে তোমার আঁখি তারা
ভুবন আমার সে যে শুধু
তোমার পথগামী
কিছু তো চাহিনি আমি
দাও না, দাও না, দাও না
আমার জীবন ভরে দাও না
নাও না আমার সবই
নাও গো নাও
আমার সকল শূন্য করে
আমি আবার যাবো ভরে
সুরহীনা, মনবীণা
রবে না কো থামি
কিছু তো চাহিনি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বলো
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাবো
বাকি দিনযামী
কিছু তো চাহিনি আমি ।
Music
SONG
Kichhu To Chahini Ami
ARTIST
Lata Mangeshkar
ALBUM
Bedonar Baluchare – Sentimental Hits Lat

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply