Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

এ জীবনে যেন আর কিছু ভালো লাগে না

শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়
সুর : সতীনাথ মুখোপাধ্যায়

এ জীবনে যেন আর কিছু ভালো লাগে না
আজ তুমি নেই বলে ও আজ তুমি নেই বলে
গানে আর আগেকার সেই মায়া জাগে না
গেয়ে যেতে হয় তাই আজও গান গেয়ে যাই
ভাঙ্গা হাল ছেঁড়া পাল তবু তরী বেয়ে যাই
ফাগুনের রঙে আজ প্রিয়া যে গো রাঙে না
দু’টি কথা কয়েছিনু নয়নের ভাষাতে
মন বনে তারা কাঁদে মাধবীর আশাতে
কাছে এসে চেয়েছিনু এনে দিতে স্মরণে
বিদায়ের পথে গেলে কাঁটা বেঁধে চরণে
ভুল বুঝে যাওয়া সেই ভুলটুকু ভাঙ্গে না
আজ তুমি নেই বলে ….
Music
SONG
Aj Tumi Nei Bole
ARTIST
Satinath Mukherjee
ALBUM
Aj Tumi Nei Bole

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply