Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

আকাশে আজ রঙের খেলা

গীতিকার : সুধীন দাশগুপ্ত
সুরকার: সুধীন দাশগুপ্ত
শিল্পী : আশা ভোঁসলে

আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
হারালো সুর, হারালো গান
ফুরালো যে বেলা
আমার মনে মেঘের মেলা
আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
অনেক ব্যথার অনেক ঝড়ে
মনের আকাশ শুধুই ভরে
অনেক ব্যথার অনেক ঝড়ে
মনের আকাশ শুধুই ভরে
আসে না দিন, বাজে না বীণ
নীরব অশ্রু খেলা
আমার মনে মেঘের মেলা
আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
হৃদয়ে আজ বাউল বাতাস
উদাস হয়ে ফেরে
মেঘের আঁচল কেমন করে
স্বপ্নকে তার ঘেরে
চলার পথে চরণ থামে
অঝর ধারায় বাদল নামে
কোথা সে দিন ছিল রঙিন
মিলন স্বর্গ খেলা
আমার মনে মেঘের মেলা
আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
Music
SONG
Akashe Aaj Ranger Khela
ARTIST
Asha Bhosle
ALBUM
Akashe Aaj Ranger Khela

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply