You only live once, but if you do it right, once is enough.

— Mae West

সোনার হাতে সোনার কাঁকন

গীতিকার : সুধীন দাশগুপ্ত
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়

সোনার হাতে সোনার কাঁকন
কে কার অলঙ্কার
কে জানি তার এ রূপ দিল
সে কোন মনিকার
বিনিয়ে বেণী একাকিনী
সে যায় বহু দূর
চরণ রেখা না যায় দেখা
বাজে না নুপূর
মাঝে মাঝে কনক চাঁপা
ছড়িয়ে পথে তার
ও তার হাসি বিষের বাঁশি
বাজায় কতবার
সকাল সাঁঝে কাজের মাঝে
লুটায় ফুল হার
এমন করে বেদন দিয়ে
কোথায় চলে যায়
বসন্তের মধু বনে সে
পাঁপড়ি দলে যায়
আঁচলখানি লুটিয়ে পড়ে
ধূলায় একাকার ॥
Music
SONG
Sonar Haate Sonar Knakan
ARTIST
Satinath Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply