সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম

ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম
Deko Na Deko Na Amay Ganoshyam
অ্যালবাম: কৃষ্ণ নাম জপ অবিরাম
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুমিত বন্দ্যোপাধ্যায়
শিল্পী: অনুপ জালোটা
[ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম]-৩
[আমি যে গো কুল নারী,
সহজে কি যেতে পারি?]-২
[করো না করো না আমারি বদনাম]-২
ও ঘনশ্যাম
[ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম]-২
[সুন্দর তুমি থাকো হে সুন্দর]-২
[রাখো ভরে রাখো এ প্রাণ অন্তর]-২
[নয়নে তোমারে আমি নাই হেরিলাম]-২
[করো না করো না আমারি বদনাম]-২
ও ঘনশ্যাম
ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম।
[সূর্যালোকে দেখি যে তোমায়]-২
[দেখি মায়া রাতে নিশি জোছনায়]-২
[আকাশে বাতাসে তুমি নয়নাভিরাম]-২
[করো না করো না আমারি বদনাম]-২
ও ঘনশ্যাম
ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম।
[আমি যে গো কুল নারী,
সহজে কি যেতে পারি ?]-২
[করো না করো না আমারি বদনাম]-২
ও ঘনশ্যাম
[ডেকোনা ডেকোনা আমায় ঘনশ্যাম]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply