হে মুমিনগণ, যাহা তোমরা কর না, তাহা কেন বল? আল্লাহর নিকট ইহা অত্যন্ত ঘৃণিত যে, তোমরা বল যাহা, তাহা তোমরা কর না ৷ -28/61/1/2-3

— আল কোরআন

জোনাকি চায়না জোছনা

জোনাকি চায়না জোছনা
🎵 Jonaki Chay Na Jochhana
অ্যালবাম: মনের দুয়ার খুলে
✍️ গীতিকার: সুনীল বরণ
🎻 সুরকার: পণ্ডিত সুকুমার মিত্র
🎙️ শিল্পী : শিপ্রা বসু
[জোনাকি চায়না জোছনা
কেন বোঝনা?]-২
[কখনো মুখোমুখি হয়না দু’জনা!]-২
এ এক মনো-যাতনা!
জোনাকি চায়না জোছনা
কেন বোঝনা?
বোঝনা বোঝনা কেন বোঝনা?
জোনাকি চায়না জোছনা
কেন কেন বোঝনা বোঝনা কেন
জোনাকি চায়না! জোছনা
কেন বোঝনা।
[আঁধারকে ভালোবেসে
বারে বারে কাছে এসে]-২
আলো দিতে চায় সে
আলো নিতে চায়না।
কখনো মুখোমুখি হয়না দু’জনা!
এ এক মনো-যাতনা!
জোনাকি চায়না জোছনা
কেন বোঝনা?
আমিও তো ভালোবাসি
তার কাছে ছুটে আসি!
আমিও তো ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
আমিও তো ভালোবাসি
তার কাছে ছুটে আসি!
মন নিয়ে যায় সে
মন দিয়ে রয়না!
কখনো মুখোমুখি হয়না দু’জনা!
এ এক মনো-যাতনা!
[জোনাকি চায়না জোছনা
কেন বোঝনা?]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply