অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ

— ব্রেশি

মনের কথা যদি মুখেই

মনের কথা যদি মুখেই
Moner Kotha Jodi Mukhei
ছায়াছবি: সাথীহারা
গীতিকার: প্রিয় চট্টোপাধ্যায়
সংগীত: বাবুল বোস
কণ্ঠ: উদিত নারায়ণ ও শ্রেয়া ঘোষাল
মনের কথা যদি মুখেই না বলতে পার
কেমন প্রেমিক তুমি কেনই বা প্রেম কর!
[ভালোবাসই যদি বলো না গো ভালোবাসি]-২
মনের কথা যদি মুখ ফুটে বলতে হবে
কেমন প্রেমিকা তুমি কী করে আমায় পাবে?
[ভালোবাসই যদি বলো না গো ভালোবাসি]-২
মনের কথা যদি মুখেই না বলতে পার
কেমন প্রেমিক তুমি কেনই বা প্রেম কর!
মনের কথা যদি মুখ ফুটে বলতে হবে
কেমন প্রেমিকা তুমি কী করে আমায় পাবে
[ভালোবাসই যদি বলো না গো ভালোবাসি]-২
সোনার হরিণ খুঁজে এনে দিতে পার কি?
সাতনরী হার পরিয়ে দেবে কি?
(বলোনা?)
ও সোনার হরিণ খুঁজে এনে দিতে পার কি
সাতনরী হার পরিয়ে দেবে কি?
[পারি আমি আকাশের চাঁদ এনে দিতে
তাজমহলও পারি তোমাকে বানিয়ে দিতে]-২
মনের কথা যদি মুখেই না বলতে পার
কেমন প্রেমিক তুমি কেনই বা প্রেম কর!
[ভালোবাসই যদি বলো না গো ভালোবাসি]-২
কথা তো অনেক হলো বিয়েটা হবে কবে
আমাকে বউ করে ঘরে তুমি নিয়ে যাবে
(যাবে তো?)
হো হো কথা তো অনেক হলো বিয়েটা হবে কবে
আমাকে বউ করে ঘরে তুমি নিয়ে যাবে
[বিয়ে তো হয়ে গেছে সুরেরই সাতপাকেতে
চাও কি বিয়ে করে নিজেই নিজের সতীন হতে?]-২
মনের কথা যদি মুখ ফুটে বলতে হবে
কেমন প্রেমিকা তুমি কী করে আমায় পাবে?
[ভালোবাসই যদি বলো না গো ভালোবাসি]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply