If opportunity doesn’t knock, build a door.

— Milton Berle

তোমাকে ভালোবেসে কাছে এসে

তোমাকে ভালোবেসে কাছে এসে
Tomake Bhalobeshe Kache Ese
ছায়াছবি: গুণ্ডা দ্যা টেরোরিস্ট(২০১৫)
গীতিকার: কবির বকুল
সুরকার: আলী আকরাম শুভ
কণ্ঠ: রূপম ও স্বরলিপি
তোমাকে ভালোবেসে কাছে এসে
পেয়েছি নতুন জীবন
মনেরই দুনিয়াতে দিনেরাতে
তুমি আছো সারাক্ষণ
[এই হৃদয়ে রেখেছি শুধু তোমায়
এই তোমাকে হারালে যাবো কোথায়]-২
ধরে আছি হাত আর ছাড়বো না
দূরে যেতে না পারবো না
তুমি নিঃশ্বাস হয়ে আছো আমার প্রাণে
তুমি শুধু আমার,জানে খোদা জানে
তুমি ছাড়া আমি বাঁচবো না
[ধরে আছি হাত আর ছাড়বো না
দূরে যেতে না পারবো না]-২
তুমি রাতেরই শেষে সূর্য ভোর
চোখেরই স্বপ্ন শহর,
তুমি না থাকো যদি পাশে আমার
কাটেনা একটি প্রহর।
এই হৃদয়ে রেখেছি শুধু তোমায়
এই তোমাকে হারালে যাবো কোথায়
[ধরে আছি হাত আর ছাড়বো না
দূরে যেতে না পারবো না]-২
তুমি প্রাণেরই আয়ু বাঁচারই সুখ
হৃদয়ে তোমারই মুখ,
দেবোনা হারাতেও কোনোদিনও
হাজার বাধা আসুক।
এই হৃদয়ে রেখেছি শুধু তোমায়
এই তোমাকে হারালে যাবো কোথায়
ধরে আছি হাত আর ছাড়বো না
দূরে যেতে না পারবো না
তুমি নিঃশ্বাস হয়ে আছো আমার প্রাণে
তুমি শুধু আমার,জানে খোদা জানে
তুমি ছাড়া আমি বাঁচবো না
[ধরে আছি হাত আর ছাড়বো না
দূরে যেতে না পারবো না]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply