Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

এলো বরষা যে সহসা মনে তাই

এলো বরষা যে সহসা মনে তাই
Elo Barasha Je Sahasha Mone Tai(1956)
কথা ও সুর: সুধীন দাশগুপ্ত
কণ্ঠ: সতীনাথ মুখোপাধ্যায়
[এলো বরষা যে সহসা মনে তাই
রিমঝিম ঝিম,রিমঝিম ঝিম
গান গেয়ে যাই]-২
রিমঝিম ঝিম,রিমঝিম ঝিম
গান গেয়ে যাই।
[গানেরও ধারা মাঝে
প্রাণেরও কথা আছে]-২
সুর তবু লাগে না যে
কোথা বলো তারে পাই।
এলো বরষা যে সহসা মনে তাই
[রিমঝিম ঝিম,রিমঝিম ঝিম
গান গেয়ে যাই]-২
[মনেরও আকাশে কত
খুঁজেছি গো তোমায়,
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়]-২
[যদি ভরা এ শ্রাবণে
কারো ছোঁয়া সুর আনে]-২
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই।
এলো বরষা যে সহসা মনে তাই
[রিমঝিম ঝিম,রিমঝিম ঝিম
গান গেয়ে যাই]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply