Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant

— Robert Louis Stevenson

মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলেনা

মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলেনা
Mrityu Kale Papi To krishna Bole Na
কথা: গুরুদাস পাল
[(ওই) কয়লার ময়লা যায় না ধুলে]-২
ছোকরা হয় না পাকাচুলে
শিমুল ফুলে সুবাস মেলে না
যতই মাজো ঘষো তবু
ছুঁচোর গায়ের গন্ধ কভু
গোলাপজলে ধুলে যাবে না
[ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না]-২
[পাপী তো কৃষ্ণ বলে না]-৪
ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না।
আরে মাকালে চিনি মাখালে
মিষ্টি হয়না কোনোকালে
শেওড়াডালে আঙুল ফলে না
কুকুরে কামড়ালে পরে
জল দেখে সে ভয়ে মরে
চেষ্টা করে বাঁচার তরে
আক্ষেপ তার গলার স্বরে
রোজা বদ্যি কত ধরে
জল পড়ায় যদি কাজ করে
(শেষে) যমের ঘরে করে রওনা
[ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না]-২
[পাপী তো কৃষ্ণ বলে না]-৪
ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না।
(হরি হরি)
সেদিন জার্মানিতে!
[(সেদিন) জার্মানিতে হিটলার ছিলো]-২
কত না তাবিজ বাঁধিল
আইন কানুনগুলি জেলখানা;
[কত সব বিদ্যুৎ বাহিনী
শেষ পর্যন্ত কেউ বাঁচেনি]-২
(আমার)কত্তারা কি খবর রাখে না?
[ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না]-২
[পাপী তো কৃষ্ণ বলে না]-৪
ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না।
বন্ধুরা সব কানে কানে
বলতেছে দেখ এখানে-
হাওয়া বুঝে করবে রচনা।
(ভাইরে) হোতা শ্রোতা-কর্মী যারা
প্রগতির পূজারি তারা
[কারো প্রাণে আঘাত লাগে না(যেন)]-৩
[(তাই)কেটে পড়ার রাস্তা খুঁজি
আমি আর কতটুকু বুঝি]-২
বলব আমি শুনবে কজনা
[(শেষে) গড়বড় কিছু হলে পরে
সবাই যদি দুমড়ে ধরে]-২
চিমড়ে হাড়ের নাগাল পাবে না
[ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না]-২
[পাপী তো কৃষ্ণ বলে না]-৪
ভাইরে মৃত্যুকালে পাপী তো কৃষ্ণ বলে না।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply