Behind every atom of this world, hides an infinite universe.

সবাই তো গান গায়

সবাই তো গান গায়
Sobai To Gaan Gaay
কথা: নচিকেতা চক্রবর্তী
সুর: নচিকেতা চক্রবর্তী
সংগীতায়োজক: শৌর্য ঘটক(পিন্টু)
কণ্ঠ: অশোক কুমার ভট্টাচার্য
[সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!]-২
[সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়]-২
জীবনের কথা আর ক’জন বলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
[প্রেমে পড়ে প্রেমিক তো হয়ে যায় সকলে,
প্রেমিকা ছাড়া প্রেম থাকে ক’জনের!]-২
প্রেমিকা হলেই প্রেম দেখা দেয় তখনই,
জন্ম-প্রেমিক মন থাকে ক’জনের!
প্রেমের উপাদান ইট-কাঠ-পাথরে,
তাকেই পাথেয় করে ক’জন চলে!
[সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়]-২
জীবনের কথা আর ক’জন বলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
[যে মনে উদার আকাশ,সে মনেই ঠগের বাস,
এ রসিকতা বোধ আর থাকে ক’জনের!]-২
ঠগ ভাবে জিতি আমি,উদারতা ভাবে আমি,
কে যে জেতে সেই বোধ থাকে ক’জনের!
সেই তো সুজন হয়,মন যার পথ চায়,
অমৃত খোঁজে ফেরে যে বিষফলে!
সবাই তো গান দিয়ে জীবনকে ছুঁয়ে যায়
জীবনের কথা আর ক’জন বলে!
সবাই তো গান গায় দাদরা কাহারবায়,
চৌতালে ঝম্পকে ক’জন চলে!
আ আ আ আ আ আ আ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply