Feel the sweetness in your own heart. Then you may find the sweetness in every heart.

ভালো করে সাজায়ে দে মা

ভালো করে সাজায়ে দে মা
Valo Kore Sajaye De Maa
গীতিকার: গোবিন্দ প্রামাণিক
সুরকার: অপূর্ব বিশ্বাস
কণ্ঠ: পরীক্ষিত বালা
[ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই]-২
[সব রাখালে যাবো মাগো]-২
সঙ্গে লয়ে ভাই কানাই
ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই।
[বনে বনে চরবে ধেনু
মধুর সুরে বাজবে বেণু]-২
[রাখাল সনে খেলবে কানু]-২
দেখবে যে মা তোমার বলাই
ভালো করে সাজায়ে দে মা
মোরা গো-চারণে যাই।
[কানু রে সাজায়ে রাজা
মোরা সবাই হব প্রজা
ধবলী-কবলি সাথে মা
ভাইকে নিয়ে খেলবো সবাই]-২
[সুখের রাজ্য ত্যাজিয়া মাগো
গোঠের রাজা ফিরবে যে গো]-২
[ননী হাতে তুমি মাগো]-২
ডাকবে আয়রে কানাই-বলাই
[ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই]-২
[সব রাখালে যাবো মাগো]-২
সঙ্গে লয়ে ভাই কানাই
[ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই]-২

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply