Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

আপন যারা তারাই আমায় দিয়ে গেল

আপন যারা তারাই আমায় দিয়ে গেল
Apon Jara Tarai Amay Diye Gelo
ছায়াছবি: লড়াই (১৯৯০)
কথা: স্বপন চক্রবর্তী
সুর: রাহুল দেব বর্মণ
কণ্ঠ: লতা মঙ্গেশকর
[আপন যারা তারাই আমায়
দিয়ে গেল বেদনারই ভার]-২
একা আমি একা
সইতে পারিনা আমি দোষ দেব কার?
দিয়ে গেল বেদনারই ভার
আপন যারা তারাই আমায়
দিয়ে গেল বেদনারই ভার
একা আমি একা
সইতে পারিনা আমি দোষ দেব কার?
দিয়ে গেল বেদনারই ভার
আপন যারা তারাই আমায়
দিয়ে গেল বেদনারই ভার।
[আজ পড়ে আছে হীরে পান্না
খুশি নেই আছে শুধু কান্না]-২
যায় ভেঙে যায় বারে বারে
কেন এই মন যে আমার?
দিয়ে গেল বেদনারই ভার
আপন যারা তারাই আমায়
দিয়ে গেল বেদনারই ভার।
[মিছে কেন আর বেঁচে থাকা
কেন কারো নাম ধরে ডাকা]-২
শেষ হলো শেষ হোক চলে যাওয়া
দিন ফিরে আসে না তো আর
দিয়ে গেল বেদনারই ভার
আপন যারা তারাই আমায়
দিয়ে গেল বেদনারই ভার
একা আমি একা
সইতে পারিনা আমি দোষ দেব কার?
দিয়ে গেল বেদনারই ভার
আপন যারা তারাই আমায়
দিয়ে গেল বেদনারই ভার।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply