অভিনন্দন নয় প্রশংসা নয়
Abhinandan Noy Prosongsa Noy
গীতিকার: আনন্দ মুখোপাধ্যায়
সুরকার: মান্না দে
কণ্ঠ: মান্না দে
[অভিনন্দন নয় প্রশংসা নয়
নয় কোনো সংবর্ধনা,
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা]-২
[তোমাদের কাছে চিরদিনই
আমার শিল্পীমন ঋণী]-২
তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখর
আমার নীরব চেতনা
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা
অভিনন্দন নয় প্রশংসা নয়
নয় কোনো সংবর্ধনা,
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা।
[তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই
জীবন আমার হলো ধন্য যে তাই]-২
[আমার সুখ-দুঃখের গানে
দোলা লাগে মানুষের প্রাণে]-২
সেই তো পাথেয় জানি জীবনে আমার
সেই তো আমার সাধনা
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা।
অভিনন্দন নয় প্রশংসা নয়
নয় কোনো সংবর্ধনা,
[মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা]-২
অভিনন্দন নয় প্রশংসা নয়
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1