নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

তুমি এমনই জাল পেতেছো সংসারে

তুমি এমনই জাল পেতেছো সংসারে
Tumi Emoni Jal Petecho Songsare
চলচ্চিত্র: শুভদা (১৯৮৬)
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খোন্দকার নুরুল আলম
শিল্পী: সুবীর নন্দী
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
[(আমার) মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশি,
জগৎ জুড়ে তারে খুঁজেই
হলাম পরবাসী]-২
[বন্ধ চোখে রূপ দেখি যার]-২
দু’চোখ মেলে পাই না খুঁজে তারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
[আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে ঘুরি,
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি]-২
[পূর্ণচাঁদে দৃষ্টি দিলেই]-২
গ্রহণ যেন লাগে বারে বারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply