প্রশ্নঃ বিশ্ব নিরামিষ দিবস কবে ?
উত্তরঃ ১ অক্টোবর ।
প্রশ্নঃ এসডিজি উত্তরণে মানবসম্পদ সুচকে মার্জিনাল পয়েন্ট কত থাকতে হবে ?
উত্তরঃ ৬৬।
বঙ্গবন্ধু সর্ম্পকে প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ বঙ্গবন্ধু উপাধি gt; gt; ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯সালে। তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
প্রশ্নঃ জাতির জনক gt; gt; ৩মার্চ ১৯৭১। আ, স, ম আব্দুর রব। পল্টন ময়দানে
প্রশ্নঃ রাজনীতির কবি (Poet of politics) gt; gt; ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী gt; gt; ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার gt; gt; ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
প্রশ্নঃ বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। gt; gt; ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬।
প্রশ্নঃ ছয় দফা দিবস gt; gt; ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
প্রশ্নঃ নির্বাচনকে সামনে রেখে কর ফাঁকির অভিযোগ উঠেছে কোন দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ।
তথ্যঃ যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ রা নভেম্বর, ২০২০ ।
প্রশ্নঃ সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়ার কোন দেশে তাদের কার্যক্রম স্থগিত করেছে ?
উত্তরঃ ভারত।
প্রশ্নঃ বাংলাদেশ -এর নামকরণ করেন gt; gt; ৫ডি: ১৯৬৯।
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগ গঠন gt; gt; ২৩জুন ১৯৪৯। শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর, ১৯৫৫। সম্পাদক হন ১৬ নভে: ১৯৫৩।
প্রশ্নঃ শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন gt; gt; ১৯৬৬।
প্রশ্নঃ বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন gt; gt;১২ জানু, ১৯৭২।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৬
১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ
প্রশ্নঃ ৩মার্চ পল্টন ময়দানে “স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ” কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
প্রশ্নঃ এপ্রিল মাসে “নিউজ উইক” ম্যাগাজিন ওনাকে “Poet of Politics” (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল “সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস
প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
প্রশ্নঃ বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৭
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।