বাড়ির পাশেই দুর্গাদের বাড়ি
উৎসব এলেই দেখা হয়
দুর্গার মাকে আমি কাকিমা বলি
এবার বসন্তে প্রথম ওর বুকে চাঁদ উঠল
চোখে তারা ফুটল
ওর মনের ঝোপঝাড়ে জোনাক উড়ল
আমি ছাদে উঠে অনেক শব্দ খুঁজলাম
অনেক বাক্য খুঁজলাম
একটা নাকছাবি,চন্দ্রহার বানিয়ে দেবো বলে
মেঘলা আকাশে কোনও জ্যোতি ছিল না
ম্লান সপ্তর্ষিরা আড়ালে চলে গেলে
আমি দুর্গার ধ্যানে বসেছিলাম সারারাত
এখন তার সঙ্গেই সংসার,ছাদটিও কৈলাশের চূড়া
আমিও জটাজুট বিজ্ঞ ডমরুধর
উদাসীন সুতো দিয়ে গাঁথি চন্দ্রহার
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1