Give, even if you only have a little.

— Buddha

একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

একদিন পাখি উড়ে…
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন
বুকে যেন বাদলের ঐ মেঘ জমে না
মন ভেঙে দিতে যেন আর ঝড় আসে না
তারে ভেবে কারো যেন চোখে জল না আসে কারো আকাশে
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন
উদাসীর বাঁশি আর কেন কেউ তো শোনে না?
কোনদিন কেউ তার কেন মন তো বোঝে না?
ঘর ছেড়ে কোনদিন যেন শেষে পথে না বসে, পথে না বসে
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন

ekdin pakhi ure jabe je akashe lyrics By Kishore Kumar

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply