Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

আমি খোলা জানালা তুমি ওই দখিনা বাতাস

আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ ।।

উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ ।।

শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা
তুমি কাছে না থাকা খেয়ালী সুদূর
আমি বিরহী ইতিহাস ।।

————-
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য
অ্যালবামঃ স্বপ্ন দেখাও তুমি
সুরকারঃ রূপঙ্কর
গীতিকারঃ শিবনাথ বন্দ্যোপাধ্যায়

ami khola janala lyrics srikanto acharya songs

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply