মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালবাসেন না৷ -4:148

— পবিত্র কোরআন

ভালবাসি তোমারে আর কিছু বুঝিনা

ভালবাসি তোমারে আর কিছু বুঝিনা

জানিনা এ মন দিয়েছি কখন
জানিনা তোমার হয়েছি কখন
জানিনা জানিনা জানিনা..

দমে দমে পাই যারে
তারে তো খুঁজি না
ভালবাসি তোমারে
আর কিছু বুঝিনা

আমি নদী হয়ে যাই
তুমি জল হয়ে যাও
আমি তোমাতে হারাই
তুমি আমাতে হারাও
সাগরের মুক্তো আমি তো খুঁজি না
তুমি বিনা এই চোখে আর কিছু দেখিনা..!!

যারে মন দিয়েছি, এ হৃদয় দিয়েছি
জীবনে মরনে তাহারেই চেয়েছি
যার তরে ভালবাসা আসমান সীমানা

Bujhina – বুঝিনা, a New Bangla Movie Song 2021 from the movie “Sphulingo”, directed by Tauquir Ahmed and starring Pori Moni, Shamol Mawla, Zakia Bari Mamo.

কন্ঠ – সুকণ্যা মমজুমদার ঘোষ, পিন্টু ঘোষ
কথা – পিন্টু ঘোষ
সুর – পিন্টু ঘোষ
সঙ্গীত আয়োজন – পিন্টু ঘোষ, রোকন ইমন

valobashi tomare r kishu bujhina lyrics janina e mon diyechi kokhon lyrics

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply