যত দূরে থাকো তুমি
এই অক্ষর এই আঙ্গুলের ছোঁয়া
তোমাকে বাজাবে
সদ্য স্নান করা তোমার শরীরে জলবিন্দু হয়ে
গড়িয়ে নামবে বৃষ্টি রেখায়
অথবা অকস্মাৎ একা একা ভিজে যাবে আকাশের নীলে তুমি
নির্জন ভালোবাসায়
সেখানেই এক নির্জন চোর
স্বপ্নে ঢুকে যাবে
অসম্ভব রঙিন হয়ে উঠবে তোমার গাল
ফ্যাকাসে শীতের ঠোঁট রোদ মেখে নেবে
তুমি বিহ্বল হয়ে সমুদ্রে এসে
এক একটা পাতার নৌকা ভাসিয়ে দেবে দূরে….
তোমার চোখের শান্ত নির্জন গভীরে
ভেসে উঠব আমি
তোমার নিজস্ব বেদনায় আমাকে ছুঁয়ে নেবে।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1