এভাবে আড়াল করা যায়?
নিজেকে বাঁচাতে পারবি তুই?
ফুটে থাক্ ঘরের মাচায়
ঝিঙের লতার সাথে
আদরের পুঁই
তোকে দেখে যাবে রাতের আকাশ
বাতাস কথা বলবে কানে কানে
গ্রীষ্মে তোর ঝরবে দীর্ঘশ্বাস
স্বপ্নে এসে ছোঁবো সংগোপনে
কোথায় পাঠশালা? দূর্বাঘাস?
এখন তুই লতিকা দিদিমণি
গলা-উঁচু লম্বা ঝোলা বেণী
ছেলে-মেয়ে স্বামীকে পড়াস?
আদরের পুঁই
তোর সঙ্গে সারারাত শুই
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1