You will learn by reading But you will understand with love.

কে বলে

Apekkhik – Ke Bole । কে বলে [Official Music Video]

কি হবে তারার পানে
চেয়ে খুঁজে ফেরা জীবনের মানে
কি হবে আঁধারটাকে
জড়িয়ে অভিমানে
স্মৃতিরা পিছুটানে
পুরোনো কতো সুরে আর গানে
কি হবে আর খুঁজে ভুল
জীবনের অভিধানে ।

কে বলে আমি ভালো নেই
এইতো আছি বেশ
সুরে আছি গানে নেই জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ ।

ক্ষণিকেই আলো ক্ষণিকেই আঁধার
বেচেঁ নাও তবু ক্ষণিকেই বাঁচা
কি হবে আর হিসেব কষে জীবনে অকারন

ভেবো না মিছে একাই তুমি
স্বপ্ন গুলো আকাশচুমি
আলো আর আঁধারে কেটে যাবে তবু জীবন

একে একে বেলা শেষে মেঘেরাও যায় ভেসে
পাখিরাও উড়ে উড়ে নীড়ে ফিরে যায়
কেউ তবু কারো নয় সবই মিছে অভিনয়
ভালো থাকা না থাকা সবই মায়াময়

কে বলে আমি ভালো নেই
এইতো আছি বেশ
সুরে আছি গানে নেই
জীবনের মানে নেই
পথ চাওয়া নিরুদ্দেশ ।

Song : Ke Bole
Lyric & Tune : Tanzir Ahmed Shuddho
Band : Apekkhik

Line Up
Vocal : Tanzir Ahmed Shuddho
Keyboard : Lam Rahman
Guitars : Avik Dominic & Joy Siddique
Bass : Sadbee Bin Morshed
Drums : Rahul Chakrabarty (Guest)

Apekkhik – Ke Bole lyric। কে বলে [Official Music Video]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply