I’ve learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel

— Maya Angelou

কথাগুলো পাখি হোক ডানা ঝাপটানো

কতোদিন গিয়েছে, কতো রবি,কতো শনি
কতো রাত জুড়ে চাঁদ,ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি
কতো তুমি কতো আমি কতো বেদনায় লেখা
আজ কতোদিন নেই আমাদের দেখা
দেখা হবে কথা হবে
হবে কিছু গান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো….
দেখা হবে কথা হবে
হবে কিছু গান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো।

কতো সুর তুলে তুলে বাড়িয়েছি ঋৃণ
কতোকিছু জমা আছে,জানে ভায়োলিন
কতো সুর তুলে তুলে বাড়িয়েছি ঋৃণ
কতোকিছু জমা আছে, জানে ভায়োলিন
তোমাকেই সব বলে দেবো
তুমি ই জানো
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো….
দেখা হবে কথা হবে
হবে কিছু গান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো।

ঝুম বৃষ্টিরা যতো মেঘ হয়ে দলে দলে
আছে বসে আমাদের দেখা হবে বলে
ঝুম বৃষ্টিরা যতো মেঘ হয়ে দলে দলে
আছে বসে আমাদের দেখা হবে বলে।
জল ছুঁয়ে ভেঙে যাবে
জমা অভিমান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো…
দেখা হবে কথা হবে
হবে কিছু গান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো।

কতোদিন গিয়েছে,কতো রবি কতো শনি
কতো রাত জুড়ে চাঁদ, ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি
কতো তুমি কতো আমি, কতো বেদনায় লেখা
আজ কতোদিন নেই আমাদের দেখা
দেখা হবে কথা হবে
হবে কিছু গান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো…
দেখা হবে কথা হবে
হবে কিছু গান ও
কথাগুলো পাখি হোক
ডানা ঝাপটানো।

Minar Rahman | Kothagulo | কথাগুলো | (Official Music Video) | New Bangla Song lyric

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply