নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

তোমার চোখের আঙিনায়

তোমার চোখের আঙিনায়,
এখনো কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো।
এখনো কি তারার পানে,
… চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।
এখনো কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রমের মতো, পরশ বুলায়
বৃষ্টি ধারা এসে
তোমার দিঘল চুলে,
এখনো কি ছবি আকে,
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।
এখনো কি পুরোনো চিঠিপড়ে,
নয়ন ভেজাও নীরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানেকানে
সন্ধ্যা নেমে এলে,
এখনো কি তেমনি করে,
সাঁঝের প্রদীপ জালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply