আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে

— – সংগৃহীত, – সংগৃহীত

মন কেন তোর ভ্রম গেল না

মন কেন তোর ভ্রম গেল না।
কালী কেমন তাই চেয়ে দেখলি না।।
ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি মন তাই জান না।
কোন লাজে তাঁর মাটির মূর্তি গড়িয়ে করিস উপাসনা।।
জগৎকে সাজাচ্ছেন যে মা, দিয়ে কত রত্ন সোনা।
ওরে কোন লাজে সাজাতে চাস তাঁয়, দিয়ে ছার ডাকের গহনা।।
জগৎকে খাওয়াচ্ছে যে মা, সুমধুর খাদ্য নানা।
ওরে কোন লাজে খাওয়াতে চাস তাঁয়, আলোচাল আর বুট-ভিজানা।।
জগৎকে পালিছেন যে মা, সাদরে তাও কি জান না।
কেমনে দিতে চাস তুই বলি, মেষ মহিষ আর ছাগলছানা।।

শ্রীশ্রীকালী কীর্ত্তন রামপ্রসাদী গান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply