ঘনো অন্ধকারে ঢাকিয়াছে চারপাশ
কোথাও নেই কো কোনো আওয়াজ।
দূর মাঠে শোনা যাচ্ছে
সময়ান্তর ওই শিয়ালের ডাক৷
শুনিয়া হৃদয় বিষাদে হয় ম্রিয়মান
মুখের আকুতি তুচ্ছ করিয়া
যাচ্ছে যেন প্রাণ।
অভিমানী চাঁদ আজ
অন্ধকারে ঢাকা
কোন পথে যাবো আমি
পথের পাই না দেখা।
নিবিড় রাতে আঁধারে
আজ বড্ড দিশেহারা
সাথে নেই কেউ
সঙ্গী করো রাতের ধ্রুবতারা।
সফল করো অভিযান
কাটিয়ে ভয়ভীতি
বাজিবে জয়ের গান
জাগিবে নতুন প্রাণ।
ভালোবাসার বর্ষণে প্লাবিত করো বসুন্ধরা
তবেই না হবে তুমি
হবে সবার দৃষ্টিকারা।
[31-01-2021]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1