
About:
আমি জান্নাতুল নাইম স্মরণ। শেরপুর জেলায় বাস করি। লেখালেখিতে হাতেখড়ি ক্লাস সেভেনে। বই পড়তে পড়তে একসময় নিজেই কলম চালাতে শুরু করি। ইচ্ছে আছে একদিন বই লিখব। নিজের বই ছুঁয়ে দেখার খুব ইচ্ছা।
এখন পড়াশোনা করি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে।
সাহিত্যের পাশাপাশি আগ্রহ আছে গণিত-বিজ্ঞানেও। সাইকোলজিও বেশ কৌতূহল জাগায়। আসলে এই ছোট্ট মানুষটার স্বপ্ন আনেক বড়।স্বপ্নে বাঁচা জীবন আমার