When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

অকূল দরিয়ার মাঝিরে

অকূল দরিয়ার মাঝিরে
Akul Dariyar Majhi Re
বিচ্ছেদী গান
কথা,সুর ও কণ্ঠ: চারণকবি
অনাদি জ্ঞান সরকার
[অকূল দরিয়ার মাঝিরে
ওরে মাঝি পার কর আমারে]-২
[ও ঝড় বাদলে ঘরবাড়িহীনরে
ওরে আমি ভিখারি অন্ধ-পথিক
চলার পথ মোর ফুরিয়ে গেছেরে
এসে এইনা নদীর কিনারে]-২
অকূল দরিয়ার মাঝিরে
ওরে মাঝি পার কর আমারে।
[কোন পথ দিয়ে কোথায় এলেম রে
ও চোখে যায়না কিছু দেখা
ঝড়ের রাতে কাঁদি পথেরে
সাথে কেউ নাই আমি একা]-২
এই ছিলো কপালের লেখারে
ও আমি এমনই হতভাগা
হাত ধরে পথ দেখাইবে রে
এমন বান্ধব কেউ নাই সংসারে
ওরে মাঝি পার কর আমারে।
[একেতে ঘোর আঁধার রাত্রিরে
ও তাতে অন্ধ মোর দুই আঁখি
ভ্রান্ত মনে ক্লান্ত দেহে রে
ও আমি তোমারে ডাকি]-২
ও করলাম বা কি হলো বা কি রে!
ও আমার কত বাকি কর্মফল
বিপদকালে সম্বলবিহীনরে
আমি খুঁজেফিরি তোমারে
ওরে মাঝি পার কর আমারে।
[সারাজীবন করলাম ভিক্ষা রে
ও কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি
কেউ দিলো না কানাকড়িরে
শুধু পেলাম মিঠে কড়া বুলি]-২
ও যদি কুড়াইতাম পথের ধূলিরে
আমি নাইবা হতাম মহাজন
হয়ত তোমার চরণ পেতাম রে
এখন বঞ্চিত সেই সম্ভারে
ওরে মাঝি পার কর আমারে।
[দীন অনাদি কয় পরাণপ্রিয় রে
ও আমি তোমারে কী কব?
তুমি নাকি দয়াল মাঝিরে
শুনি বিপদের বান্ধবও]-২
ওপার কি এপারে রবো রে
আমার পারাপারের দরকার নাই
যেখানেতে থাক তুমি
আমায় রেখ চরণের ধারে
দয়াল মাঝি পার কর আমারে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply