Behind every atom of this world, hides an infinite universe.

Movie:Velaikkaran ( Ghayel khiladi)

spoileralert

Movie:Velaikkaran ( Ghayel khiladi)
Cast:Sivakarthikeyan, Nayantara, fahad fasil
মার্কেটিং কি জিনিস কত প্রকার কি কি এই মুভি দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন। কিছুদিন আগে ফেইসবুকে একটা লেখা দেখেছিলাম মার্কেটিং টার্ম টা নিয়ে। সেখানে কিছু কথা ছিলো এরকম…
১. সুপার শপগুলোতে বাচ্চারদের খাবার (চকলেট, আইস্ক্রিম, পটেটো…ইত্যাদি) একেবারে নিচে রাখা হয় কেন? কারণ তারা যেন খুব সহজে সেগুলো হাতে নিতে পারে এবং বাক্সে রাখতে পারে।
২. সুপার শপগুলোতে কেন ঘড়ি রাখা হয় না? তার কারণ শপিং করতে করতে যেন আপনারা সময় না দেখতে পারেন, যে কতক্ষণ সুপার শপে আছেন।
৩. সুপার শপে কাস্টমারদের কাছে জিনিসপত্র রাখার বাক্স কেন এগিয়ে দেয়া হয়? কারণ অতবড় বাক্সে আপনি ১/২ টা জিনিস নিলে আপনার কাছেই লজ্জা লাগবে সেই ভেবে বেশী কেনা কাটা করবেন.
এরকম আরো অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিলো। আজকে এই মুভিটা দেখে বুঝলাম কথাগুলো এই মুভি থেকেই নেয়া হয়েছে।
বড় বড় সুপার শপ বা কোম্পানি গুলো আপনার কাছ থেকে কিভাবে টাকা নিয়ে নিচ্ছে আপনি /আমি বুঝতেই পারছি না।
সিনেমাতে খুব সুন্দর করে ভেজাল খাবার আমাদেরকে কিভাবে ক্ষতি করছে তা ফুটিয়ে তোলা হয়েছে।

Writer: Rakib Rubayet (মুভি লাভারস অব বাংলাদেশ)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply