মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

ডুবে আছি বিষে

এমনও নিশিরাতে

এমনতো প্রেম হয়

তুই আমারে করলি পাগল

সখি গো আমার মন ভালা না

মায়ের কান্দন যাবজ্জীবন

সবই বুঝি, তবু অবুঝের মতো

আমি রাধার মতো কলঙ্ক যে চাই

শুয়া উড়িল উড়িল

সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না

এ জীবন তোমাকে দিলাম বন্ধু

দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি

মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

শোন বলি তোমায়

তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে

উদাস দুপুর বেলা সখি

ও হে শ্যাম তোমারে আমি

তোমার ঘরে বাস করে কারা

দিন দুনিয়ার মালিক খোদা