Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

মায়ের কান্দন যাবজ্জীবন

মায়ের কান্দন যাবজ্জীবন
দুইচারদিন বইনের কান্দন রে
ওরে ঘরের পরিবারের কান্দন
কয়েকদিন পর থাকেনা
দুখের দরদী আমার জনম দুখী মা,
গর্ভধারিণী মা,জনম দু:খিনী মা
দু:খের দরদী আমার জনমদু:খী মা।।
দশমাস দশদিন মায়ে গর্ভে দিছে ঠাঁই
রক্তমাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই
ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া
শান্ত করিলো মায়ে বুকের দুগ্ধ দিয়া
মায়ের প্রসবের কালে বুক
ভেসে যায় নয়ন জলে
ও মা সন্তানেরে লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা।।
হাতে পায়ে তেল মাইখা মায় দিলো শক্ত করি
প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি
তবু না মা রাগ হইলো ভিজলো গুয়েমুতে
আমারে শুকনায় রাখিয়া
মায় থাকে ভিজাতে
অসুখ হইলে দেখি চাইয়া
মায় রইসে বিছানায় বইয়া রে
বলে আমায় আল্লাহ যাওগো লয়া সন্তানেরে নিওনা।।
ল্যাংড়া আঁতুড় কানা খোড়া হইলে পরে ছেলে
ধূলা ঝাইড়া মায়ে তবু টান দিয়া লয় কোলে
পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে
হাজার দোষ ঢাকিয়া গোপন মায়ে তবু পালে
শাহ আলম ভেবে বলে
জান্নাত মায়ের চরণতলে রে
তোরা দেখ বুখারী হাদিস খুইলা করছে নবী ঘোষণা।।

mayer kandon jabot jibon lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0