If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

সারারাত জ্বলেছে নিবিড়

সারারাত জ্বলেছে নিবিড়
ধূসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ নাও তুমি
তারই কিছু রঙ নাও তুমি
সারারাত জ্বলেছে নিবিড়
ধূসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ নাও তুমি
তারই কিছু রঙ নাও তুমি
শহরে জোনাকি জ্বলে না নয়তো
কুড়োতাম সে আগুন নীল হয়তো
যা কিছু নেই, নাইবা হলো সব পাওয়া
না পাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি
বড়ো বেরঙিন আজকাল
কাছাকাছি কোনো রঙ পাই না
বড়ো বেরঙিন আজকাল
কাছাকাছি কোনো রঙ পাই না
তাই দিতে পারি না কিছু
কিছুই রাঙানো হলো না নয়তো
আগামীর রঙে ছোপাতাম হয়তো
এই মলিন আর এ ধূসর পথ চাওয়া
এ চাওয়ার রঙ নাও তুমি
এ চাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি
আগামীর রঙ দাও তুমি

Composition: Kabir Suman
Lyrics: Kabir Suman

Sara raat jolechhe nibir lyrics

sara raat joleche nibir

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply