হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

শেষ দেখা হয়নি

শেষ দেখা হয়নি

সেই দুপুরে তোমার আমার
শেষ দেখা হয়নি,
তিন চাঁকার গাড়ীতে তুমি
ছুটে ছিলে সেদিন।
বার বার তাকিয়ে ছিলে
পেছনের পর্দার দিয়ে,
আমি তখন থমকে ছিলাম
একখন্ড ভালোবাসা নিয়ে
তোমায় দিবো বলে।
সেই পথে হাত ধরে বলেছিলে
কম করে ভালো বেসো আমায়,
লায়লী মঞ্জু হয়নি কারো
আমি তোমার হতে চাই।
সন্ধ্যার আকাশে চাঁদ দেখেছিলে
আমার কাঁধে মাথা রেখে,
সেদিনও তুমি বলেছিলে
এ-কাঁধে আমার জায়গা যেনো থাকে।
চায়ের কাপে চুমু দিয়ে
তুমি সেদিন বলেছিলে,
এই কাপে চা খেলে
চিনি রেখো না
আমি চলে গেলে।
হঠাৎ সেই নিকশ কালো
দিনের দেখা মিলবে!
ভাবিনি আমরা দুজনে
পাশান বুকে অভিমান নিয়ে,
সেদিন চলে এসেছিলাম
বদ্ধ দুয়ার থেকে।
আমি যেদিন থাকব না
তবুও দেখা হবে,
আমার দেহআত্না খানি
তোমার নিকটে পাবে।
সে দেখাই শেষ দেখা হবে
তুমি হয়তো রহিবে অবিশ্বাসের দলে।

~মোস্তাক আহমেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply