Always forgive your enemies; nothing annoys them so much.

— Oscar Wilde

রাজার পঙ্খি উইড়া গেলে

রাজার পঙ্খি উইড়া গেলে
Rajar Pankhi Uira Gele
ছায়াছবি: নিশিপদ্ম (১৯৭০)
কথা: কবি অরবিন্দ মুখোপাধ্যায়
সুর: নচিকেতা ঘোষ
কণ্ঠ: শ্যামল মিত্র
রাজার পঙ্খি উইড়া গেলে
রাজা নতুন পঙ্খি বান্ধে
দুঃখীর পঙ্খি উইড়া গেলে
দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে
রাজার পঙ্খি উইড়া গেলে
রাজা নতুন পঙ্খি বান্ধে।
সেই কান্না কেউ শোনেনা
চেনা মানুষ হয় অচেনা
ও তার পূর্ণিমাতে মন গগনে
গেরন লাগে চান্দে এ এ হে
দুঃখীর পঙ্খি উইড়া গেলে
দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে
রাজার পঙ্খি উইড়া গেলে
রাজা নতুন পঙ্খি বান্ধে।
শূন্য খাঁচা শূন্য হৃদয়
শূন্য দুঃখীর মন ভরা যৌবন
তবু দুঃখীর শূন্য ত্রিভুবন হায়
শূন্য খাঁচা শূন্য হৃদয়
শূন্য দুঃখীর মন
[নীতি ধম্ম ভালোবাসা]-২
সবই যেন খেলার পাশা
ও তার জীবন যেন বন্দি হইলো
জুয়া খেলার ফান্দে এ এ হে
দুঃখীর পঙ্খি উইড়া গেলে
দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে
[রাজার পঙ্খি উইড়া গেলে
রাজা নতুন পঙ্খি বান্ধে]-২
আর দুঃখীর পঙ্খি উইড়া গেলে
দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply