Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

রক্ত জবার বাংলাদেশ

কেন রক্তজবা দেখলে আমার বাংলাদেশ লাগে
কেন রক্তজবা জন্ম নেয়নি বাংলাদেশের আগে।

যেমন আঁধার ঝড়ে যাচ্ছে পরে গাছের সবুজ পাতা,
তেমন করে যাচ্ছে মরে
বুদ্ধিজীবী মাথা।

আবরার তনু মরলো কতো
মরলো কতো শিশু,
স্বাধীন দেশে পরাধীন আজও
লজ্জা আছে যতো।
বাংলা ভাষার সম্মাননা একদিনে আর কতো?
যুগের সাথে তাল মেলালেই দেশের মাথানত!

বাইরের দেশ সুযোগ খুঁজে
নিচ্ছে লুটে বেশ,
ভীন দেশীদের হাসির মাঝে
দিচ্ছি তুলে দেশ।

তারপরও কি জ্ঞান হবে না
রাখবো না ধরে মাতৃভূমি?
রাজাকারের জন্ম যারা
ছুঁড়ে ফেলবো
তুমি আর আমি।

December – 23 – 19

Writer: আমান টাহম্মেদ ( সজিব ) 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply