অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ

— ব্রেশি

যদি কখনও ফিরে যাই কর্ণফুলির তীরে -উত্তম দত্ত

যদি কখনও ফিরে যাই কর্ণফুলির তীরে
উত্তম দত্ত
একটা সুপ্রাচীন গাছের উপরে পা ঝুলিয়ে বসে
পিতামহ বললেন :
এই মাটিতে তুমি জন্মেছিলে
ওইতো সূতিকাগৃহ
ওইখানে তোমার মায়ের
রক্তের সুগন্ধ মেখে চুপ করে পড়ে আছে মাটি।
তারপর পদ্মার পানি কতবার উথাল-পাথাল হলো
ঝুঁটি ধরে নাড়া দিয়ে গেল অদ্ভুত সময়
শব্দহীন ভালোবাসা আর নদীমাতৃক দীর্ঘশ্বাস নিয়ে
কর্ণফুলি ভেসে গেল সমুদ্রের দিকে।
কোনোদিন ফিরে আসবে না জেনেও
জেগে আছি এই গর্ভ-গৃহে _ দিঘির কিনারে
অনন্ত বৃক্ষের ডালে ………..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0