Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

মুভিঃ ব্রহ্মা জানেন গোপন কম্মটি | Brahma Janen Gopon Kommoti Movie 2020

Shabari, a lecturer by profession, moonlights as a performing artist. However, she marries a conservative man and her husband is not too happy to learn about her secret profession.
Initial release: March 6, 2020
Director: Aritra Mukherjee
Production company: Windows
Music composed by: Anindya Chatterjee

Review

“লক্ষী মেয়ে দস্যি হোক না চাইনা লক্ষীমন্ত। শকুন্তলার বয়েই গেছে যদি নাই চেনে দুষ্সমন্ত।”
সিনেমাটা ছিলো সমাজের কিছু অদ্ভুত, উদ্ভট নিয়মের বেড়া জালে আটকে রাখা মেয়েদের কথা নিয়ে। যেগুলো সবাই জানে সেই জিনিসগুলোকে নিয়ে এতো লুকোচুরি করার কী আছে সেই উত্তরটা পাওয়া খুব কঠিন।
সিনেমার গল্পে কিছু social message দেওয়া হয়েছে। আমাদের সমাজে খুব সহজ স্বাভাবিক বিষয় গুলো জটিল করে দেখা হয় প্রায় সময়।
হিন্দু বিয়েতে কন্যা দান এখনো চলছে। কন্যা কি কোনো পন্য যে তাকে দান করতে হবে? পুত্র দান না করলে কন্যা কেন দান করতে হবে?
নারী শরীর নাকি অশুচি, পিরিয়ড চলাকালীন কোন শুভ কাজে অংশ নেওয়া যাবেনা আর সেখানে পৌরহিত্যের প্রশ্নই ওঠেনা। পিরিয়ডের মতো সহজ, স্বাভাবিক একটা বিষয় নিয়ে এখনো আমাদের মধ্যে কী অসম্ভব রকমের ভ্রান্ত ধারণা রয়েছে!!
এতো এতো বছরের অশিক্ষা, কুসংস্কার, অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে মুভিতে।
নারীরাও শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যে এগিয়ে থাকতে পারে সে চিত্র খুব ভালোভাবে দেখানো হয়েছে। মুভিটা দেখতে বসে কখনো বিরক্ত লাগেনি। আর গান গুলো ছিলো অসাধারণ। সিনেমাতে কিছু কথা ছিলো এমন…
“আমি শুধু সমাজের অসাম্য টুকুকে ভেঙে সাম্যটুকু গড়ার চেষ্টা করেছিলাম।”
“তুমি কি ব্রাহ্মনের সাথে সিডিউল কাষ্টের বিয়ে দাও?আমি মানুষের সাথে মানুষের বিয়ে দেই”
“জাতির ভার কি শুধু মুর্খ মেয়ে মানুষদের চুলে ঠাকুরমশাই? “
শেষ মেসেজ ছিলো…
রুপকথা স্বাধারণত শেষ হয় ফুটফুটে কোন এক রাজপুত্রের জন্ম দিয়ে। তবে এবার থেকে বাতাসে কান পাতলেই শোনা যবে রাজকন্যারাও কেমন এগিয়ে চলেছে নিজেদের গল্প নিয়ে। মুক্ত একটা রুপকথার আকাশে।
মুভিঃ ব্রহ্মা জানেন গোপন কম্মটি
পরিচালনাঃ অরিত্র মুখার্জী
আইএমডিবি রেটিংঃ ৮.১

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply