Silence gives answers.

মা বাবার কবিতা -জয় গোস্বামী

মা বাবার কবিতা
জয় গোস্বামী
মা বাবাকে প্রায়ই দেখতে পাই ।
ফুলগাছ লাগাতে দেখি বাবাকে, অর্ধেক উবু হয়ে ধুতিটাকে ফেরতা দিয়ে পরা
লম্বা ঝুল বাংলা শার্ট বাগানের ধুলো ঝাঁট দেয়
মাকে দেখি — খাতা দেখছে,
বারান্দার পাশের টেবিলে
ঘাড় অবধি খাটো চুল — প্লাস্টিক গেলাসে রাখা
মোটা মোটা লাল নীল পেনসিলের গোছা
মাঝে মাঝে, ঠান্ডা হয়ে যাওয়া চায়ে
এক একটা চুমুক দিয়ে নেয়
প্রায়ই দেখতে পাই, কিন্তু মা বাবাকে
পাশাপাশি দেখি না কখনও—
স্বপ্ন , এ ভারী অন্যায় !
কাব্যগ্রন্থ
আমার শ্যামশ্রী ইচ্ছে
আমার স্বাগতা ইচ্ছেগুলি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0