অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ

— ব্রেশি

মায়াবতী মেঘে এল তন্দ্রা

গীতিকার : শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুরকার : নচিকেতা ঘোষ
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় (১৯৬২)

🌹মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুলতুল রাঙা পায়েতে
ফুল-ফুল বনছায়েতে
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
গুন-গুন-গুন-গুন
ফিরে এল ওই ফাল্গুন
পথিক মেয়ে হয় চঞ্চল
কাঁকন বাজে ঠুন-ঠুন-ঠুন
গুন-গুন-গুন-গুন
ফিরে এল ওই ফাল্গুন
পথিক মেয়ে হয় চঞ্চল
কাঁকন বাজে ঠুন-ঠুন-ঠুন
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুলতুল রাঙা পায়েতে
ফুল-ফুল বনছায়েতে
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
ঝুন-ঝুন-ঝুন-ঝুন
ঝুমুর বাজে কার রুমঝুম
মহুল বনে মৌ দোল-দোল
দু’নয়নে নেই, নেই ঘুম
ঝুন-ঝুন-ঝুন-ঝুন
ঝুমুর বাজে কার রুমঝুম
মহুল বনে মৌ দোল-দোল
দু’নয়নে নেই, নেই ঘুম
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুলতুল রাঙা পায়েতে
ফুল-ফুল বনছায়েতে
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
Music
SONG
Mayabati Meghe Elo Tandra
ARTIST
Geetashree Sandhya Mukherjee,Nachiketa Ghosh
ALBUM
Best Of Sandhya Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply