Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

মন আমার দেহ ঘড়ি

একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরে চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
থাকের একটা কেস বানাইয়া
মেশিন দিলো তার ভিতর
ওরে রং বেরং এ বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
ওরে তিন পাটেতে গড়ন সারা
এই বয়লারে মেশিনের গড়া।
তিন পাটেতে তার গড়ন সারা
বয়লারে মেশিনের গড়া
তিনশ ষাটটি স্ক্রু মারা
ষোলো জন পাহারা আছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি।
একটি চাবি মাইরা দিলো ছাইড়া
চাবি ওরে চাবি মাইরা দিলো ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি।
ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা কেচিং
লিভার হল কলিজায়
আরে ছয়টি বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়।
ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা কেচিং
লিভার হল কলিজায়
ছয়টি বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়।
ঘড়ি তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে
তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে।
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে সেকেন্ডে দিসে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
একটি চাবি মাইরা দিলো ছাইড়া
চাবি ওরে চাবি মাইরা দিলো ছাইড়া
জনম ভইরা চলিতেছে।
ঘড়ির কেসটা বত্রিশ চাকের
কলে কব্জা বেসুমার
আরে দুইশ ছয়টা হাড়ের জোড়া
বাহাত্তর হাজারও তার।
ঘড়ির কেসটা বত্রিশ চাকের
কলে কব্জা বেসুমার
দুইশ ছয়টা হাড়ের জোড়া
বাহাত্তর হাজারও তার।।
ও মন দেহ ঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা
দেহ ঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা।
একটা বন্ধ নয়টা খোলা
গোপনে এক তালা আছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
একটি চাবি মাইরা দিলো ছাইড়া
চাবি ওরে চাবি মাইরা দিলো ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি।
ঘড়ি দেখতে যদি হয় বাসনা,
চলে যান ঘড়ির কাছে,
যার ঘড়ি সে তৈয়ার কইরা,
ঘড়ির ভিতর লুকাইছে।।
পর্দারও সত্তর হাজারে,
তার ভিতরে লড়ে চড়ে।।
জ্ঞান নয়ন ফুটলে পরে
দেখতে পারবেন চোখের কাছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
একটি চাবি মাইরা দিলো ছাইড়া
চাবি ও চাবি মাইরা দিলো ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি।
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন
ওরে আমার মন বোকা
বাউল রহমান মিয়ার কর্মদোষে
হইল না ঘড়ির দেখা।
আমি যদি ঘড়ি চিনতে পারতাম
ঘড়ির জুয়েল বদলাইতাম
যদি ঘড়ি চিনতে পারতাম
ঘড়ির জুয়েল বদলাইতাম
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমনে যাই মিস্ত্রির কাছে ?
মন আমার দেহঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রী বানাইছে
মন আমার দেহঘড়ি
একটি চাবি মাইরা দিলো ছাইড়া
চাবি ও চাবি মাইরা দিলো ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
মন আমার দেহঘড়ি
একটি চাবি মাইরা দিলো ছাইড়া
চাবি মাইরা দিলো ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি।

Mon Amar Deho Ghari lyrics
আলাউদ্দীন গীতি
শিল্পী: আবদুর রহমান বয়াতি

ek khan chabi maira lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0