If you want to know what a man’s like, take a good look at how he treats his inferiors, not his equals.

— J.K. Rowling, Harry Potter and the Goblet of Fire

মনে কর পৃথিবীতে

[মনে কর পৃথিবীতে
তুমি আর আমি ছাড়া
নেই আর কেউ,
নির্জন পৃথিবীতে
ভালোবেসে যাবো মোরা
মরন এলেও]-২
মনে কর তুমি আকাশ
সেই আকাশে আমি তারা,
ও মনে কর তুমি নদী
আমি সেই নদীর ধারা।
গোধূলিতে মিশে রব
মোহনায় ভেসে যাব
কখন জীবন গেলেও;
মনে কর পৃথিবীতে
তুমি আর আমি ছাড়া
নেই আর কেউ,
নির্জন পৃথিবীতে
ভালোবেসে যাবো মোরা
মরন এলেও।
মনে কর তুমি আলো
আমি তার আলোছায়া,
ও মনে কর রাত্রি আমি
তুমি তার নীল চাঁদোয়া।
ও আলো আর আঁধারিতে
রব মোরা একসাথে
হাজার বাঁধা এলেও
[মনে কর পৃথিবীতে
তুমি আর আমি ছাড়া
নেই আর কেউ,
নির্জন পৃথিবীতে
ভালোবেসে যাব মোরা
মরন এলেও]-২

Mone Koro Prithibite
কথা: সাগর আল হেলাল
সুর: প্রণব ঘোষ
শিল্পী: কুমার শানু

mone koro prithibite lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0