Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

ভালো যদি বাসি একবার

ভালো যদি বাসি একবার
Bhalo Jadi Basi Ekbar
কথা: ঋতুপর্ণ ঘোষ ও
প্রিয় চ্যাটার্জী
সুর: অঞ্জন চ্যাটার্জী
কণ্ঠ: কুমার শানু
[ভালো যদি বাসি একবার
তবে কি গো ফিরে আসা যায়!]-২
জ্বালো যদি হৃদয়ে আলো
হোক সে আগুন শুধুই পোড়ায়
ভালো যদি বাসি একবার
তবে কি গো ফিরে আসা যায়!
[যত ভাবি মুছে ফেলি হায়
সে ছবি রং ঢালে দু’চোখে!]-২
ভালোবাসা সে কি ভোলা যায়!
জড়িয়ে আছে আঁখি পলকে
ফিরবো কি করে একলা পথে!
ভালো যদি বাসি একবার
তবে কি গো ফিরে আসা যায়!
জ্বালো যদি হৃদয়ে আলো
হোক সে আগুন শুধুই পোড়ায়
ভালো যদি বাসি একবার
তবে কি গো ফিরে আসা যায়!
[তোমাকে মন থেকে সরিয়ে
ভরাবো মন বলো কিভাবে!]-২
হৃদয়েতে আছো জড়িয়ে
শুধু সে তোমারই অভাবে,
বাঁচবো কী করে ছায়ার সাথে?
[ভালো যদি বাসি একবার
তবে কি গো ফিরে আসা যায়!]-২
জ্বালো যদি হৃদয়ে আলো
হোক সে আগুন শুধুই পোড়ায়
ভালো যদি বাসি একবার
তবে কি গো ফিরে আসা যায়!
হে হে হে হে হে আ হা হা হা
হে হে হে হে হে আ হা হা হা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply