Don’t walk in front of me… I may not follow
Don’t walk behind me… I may not lead
Walk beside me… just be my friend

— Albert Camus

বদ্ধ মনের প্রকাশ

কিছু ইচ্ছে আমার সুচের ফাঁকে
যেন সুতোয় গাথে কাঁথা
কারুকাজে তার আবেগ বাঁধে বাসা..
স্বপনদুয়ারে প্রবেশ পথ তার
উচ্চ আকাশে মেলে দিতে চায় ডানা,
মনোরম পরিবেশ আকাঙ্খাগুলোর বেড়ে উঠা।
হঠাৎ শুনি কলিংবেলের ধ্বনি
মনে হয় নতুন ইচ্ছে পাহাড় পাঠালো প্রতিধ্বনি,
আমেজে এক পা দু পা করে শুরু হয় কাছে যাওয়া।
দরজায় দাড়িয়ে আছে নিম্ন সমাজের নির্লজ্জ নিয়মের বাঁধা,
না,নির্লজ্জ সমাজ হবে কেন?
বানিয়েছে যারা তারে,ঐ ভিড়ের মাঝেই বসবাস
সূচনায় আঘাত করার অবকাশ।
এই নিম্ন মানসিকতার ছোঁয়াচে
দুর্গন্ধে ভালোর নাম হচ্ছে খারাপ।
এদের নিয়েই এমন সমাজ,তার মাঝেই মুক্ত উৎরন চিঠির বসবাস!!
এরা অনুপ্রেরণার মাঝে ঢেলে দিবে ঝাঁঝ
জ্বলে যাবে দু-চোখ, তার মাঝে গড়ে উঠা সপ্ন তোমার।
তবে শেষ কি এতেই?
তুমি লিপ্ত হবে জমে থাকা ডোবায়?
মনমানসিকতা যেখানে অনুকরণ শেখায়
বেঁচে থাকার নতুনত্ব,
দু-চোখ ভরা হাজারে সপ্ন,
পরিবর্তনে নিজের ভবিষ্যতে দুয়ার
বদ্ধ করে দিবে?
হ্যা,হোক বসবাস নামকরা সমাজের তুচ্ছ সংস্কারে
থাকুক পায়ে তোমার বেরি বাধ,
তবে দৃঢ় হওয়া চাই কর্ম শক্তি তোমার
কারুকাজ যে সুতোয় রটানো
শক্ত করো জড়তা তাহার।
আকাশটাও ছোট মনে হবে

বিশ্বে হোক জয়জয়কার তোমার।
তুমি!!
হ্যা, যার মনোবাসনা আপন জীবনগাথা নতুন কলমে লিখবো আমার।
কার সাধ্য,
সেই কলমের গতিরোধ করার।
ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হোক
নামে তোমার আত্মার পরিচয় মেলুক
মানুষের নাম ইতিহাসে আসুক।
হোক মনের প্রতিটি মুক্ত বাসনা পূর্ণ তোমার।
আমিও হবো সহযোগী তোমার।
.
.
.
কলমেঃ শাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply