Whoever is happy will make others happy too.

— Anne Frank

নব গৌর হেরি হে

নব গৌর হেরি হে
আমার মন কি করে সই,
আমার মন বলে না গৃহে যেতে
আমি কি কুল রাখিব।

সখী গো,
আমি কোন দেশেতে
গেলে গৌর পাই,
সেই দেশেতে যাব চলে
আমার দেশের কার্য নাই।

ও সখী গো,
ও আমি গৌরকুলে
কুল মিলাবো সই ,
আমি রব না সই গৃহেতে।

ও সখী গো,
কোন কলঙ্কের পসরা
সাজাই গো,
আমি কোন কুলে
বলো কলঙ্ক নাই রে
কোন কুলে যাব।

গৌর আমায় কত ভালোবাসো
জানবো গো শেষে,
তুমি ঘরের বাহির করলে আমায়
গৌরচাঁদ কত ভালোবেসে।

আর ঘর ছাড়িলাম, দেশ ছাড়িলাম
আমি কাঙাল এলাম গৌরের দেশে,
আমি না জেনে প্রেমানন্দের মজে
আমি ডুবেছি রসে।

কহে রাধেশ্যাম পুরাও মনস্কাম
একবার ধামে তুলে ধরো কেশে,
হে দয়াল, মোর কেহ নাই
গুরুচাঁদ গোঁসাই চরণে এসে।

গৌর হেরি হে (nobo gour heri he) lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply