আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

জাগরণে যায় বিভাবরী

জাগরণে যায় বিভাবরী–
আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি॥
যার লাগি ফিরি একা একা–
আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি॥
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়াভরা বেদনাতে,
বারি-ছলোছলো আঁখিপাতে,
ছায়া দোলে তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি॥

rabindra sangeet

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply