Always forgive your enemies; nothing annoys them so much.

— Oscar Wilde

চোখে চোখ পড়লেই হাওয়া

চোখে চোখ পড়লেই হাওয়া, একবার তাকালেই হাওয়া।।

পাওয়া না পাওয়ার কথা না ভেবেই চাওয়া,

একবার তাকালেই হাওয়া, চোখে চোখ পড়লেই হাওয়া।।

এই হাওয়া তো উড়াই নে, চুল-টুল ধুলোবালি

শাহবাগ আমার ফেরার বাস।।

ভাল্লাগে নাহ থাক আজ বাড়ি ফেরা।।

তোমাকে দেখে ফিরে যাওয়া

পাওয়া না পাওয়ার কথা না ভেবেই চাওয়া,

একবার তাকালেই হাওয়া, চোখে চোখ পড়লেই হাওয়া।।

এই কিছু বললে আমায়, নাকি ভুল করে সুঁই-সুতা

হেঁটে যায় নকশী কাঁথায়।।

চোখে চোখ রেখে তাই দূর থেকে ছোঁয়ায়।।

না ভেবেই এই গান গাওয়া,

পাওয়া না পাওয়ার কথা না ভেবেই চাওয়া,

একবার তাকালেই হাওয়া, চোখে চোখ পড়লেই হাওয়া।।

Chokhe chokh by band Shohojia, Album: Rongmistree

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply