Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

গোপালকে দড়ি বেঁধে

গোপালকে দড়ি বেঁধে
Gopalke Dori Bedhe
🎞ছায়াছবি: দোলন চাঁপা
🎵কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
🎼সঙ্গীত পরিচালক: কানু ভট্টাচার্য
🎙কন্ঠ: অনুপ জলোটা
ও ও ও ও ও ও ও
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে,
ছেড়ে দে মা জননী।।
মাখন চুরী,করুক গোপাল।।
চুরী করে খাক্ ননী
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে মা
ছেড়ে দে মা জননী।।
ও যশোদা মা
ও যশোদা মা
ওর ছেলেবেলা চলে গেলে,
আরতো পাবিনা
আরতো পাবিনা
ওর ছেলেবেলা চলে গেলে
আরতো পাবিনা
দইয়ের হাড়ি ভেঙ্গে ফেলে
ফেলুক এখন নীলমনি
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে,
ছেড়ে দে মা জননী।।
দেখ মুখে চোখে দই মেখে
তাকিয়ে আছে কিভাবে
কিছু যেন জানেনা সে,
শান্ত সে কত স্বভাবে,
শান্ত সে কত স্বভাবে
ও যশোদা মা
ও যশোদা মা
ঐ দুষ্টুটাকে সাঁজা দিয়ে
লুকিয়ে কান্দিছনা
লুকিয়ে কান্দিছনা,
ঐ দুষ্টুটাকে সাঁজা দিয়ে
লুকিয়ে কান্দিছনা
করবি কি করে মা বলে সে,
ডাকে যদি এখনি
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে
ছেড়ে দে মা জননী।।

gopal ke dori bedhe rakhis ne lyrics anup jalota in bengali

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply